About Us

Roksanaপ্রতিটা মেয়ের স্বপ্ন থাকে নিজ আকাশে স্বাধীনভাবে উড়াল দেওয়ার, আর সেই উড়াল দেওয়া তখনই সম্ভব যখন আমরা আত্মনির্ভরশীল হবো।আমার মতো হাজারো মেয়েকে আত্মনির্ভরশীল করতে চাই উড়ালের মাধ্যমে। আমার এই জার্নিতে আপনারা সবাই পরিবারের মতো পাশে থাকবেন,সাপোর্ট দিবেন এই প্রত্যাশা করি।


উড়ালের প্রতিটা ক্রেতা,শুভাকাঙ্ক্ষী উড়াল সম্পর্কে নিজেদের মতামত জানাতে পারবেন❤️
রাঙ্গামাটির ঐতিহ্যবাহী বুননশৈলীর পোশাক, ক্রিয়েটিভ সব হ্যান্ডিক্রাফটস,অথেনটিক পণ্যসমুহ সারাদেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি।



আমি রোকসানা আক্তার রুবি, আমার জন্ম ও বেড়ে উঠা রাঙ্গামাটিতে। রাঙ্গামাটির প্রকৃতি ও বৈচিত্র্যময় পরিবেশ,বুননশৈলীর মুগ্ধতার সাথে সারাদেশের মানুষকে পরিচিত করতে এবং রাঙ্গামাটির ঐতিহ্যবাহী বুননশৈলীর বিকাশ ও প্রয়াসে কাজ করছি উড়ালের মাধ্যমে। উড়াল শুধুমাত্র একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, আবেগ,ঐতিহ্য ও নতুনত্বের খোঁজ পাবেন আমাদের উড়ালে

 

Roksana Akther Rubi
Founder & CEO of উড়াল- Uraaal
Graduated from Rangamati science and technology University, BSc in CSE