রাঙামাটি ভ্রমনের আদ্যোপান্ত ২

রাঙামাটি ভ্রমনের আদ্যোপান্ত ২

রাঙ্গামাটি ঘুরতে এসে হতাশ না হতে চাইলে আপনাকে কিছু বিষয় জানতে হবে.....
যুগ যুগ ধরে রাঙ্গামাটিতে পর্যটকরা এসে কিছু লিমিটেড স্থান যেমন ঝুলন্ত ব্রিজ,পলওয়েল পার্ক,শুভলং ঝর্ণা,বৌদ্ধ বিহার ইত্যাদি কমন প্লেস গুলো দেখেই ট্যুর শেষ করেন আর ভাবেন ধূর রাঙ্গামাটিতে দেখার মতো কিছুই নাই!!
আসলে এমন ভাবনায় পর্যটকদের কোন দোষ নেই,রাঙ্গামাটিতে যত দর্শনীয় স্থান রয়েছে তার ৯০ভাগই পর্যটক বা বহিরাগতদের জন্য উন্মুক্ত না বা তেমন যথাযথ ব্যবস্থা বা পারমিশন নেই।
যেসব জায়গায় গেলে আসলেই রাঙ্গামাটির প্রকৃত সৌন্দর্য অনুভব করতে পারবেন সেসব জায়গা গুলো নিয়ে নিয়মিত লিখার চেষ্টা করবো আশা করি এতে রাঙ্গামাটিতে ভ্রমণে আসতে চাওয়া নতুন পর্যটকরা কিছুটা আইডিয়া পাবেন এবং সে সময় নিয়ে ঘুরতে আসতে পারবেন।
এই শীতের বিকেলে রাঙ্গামাটির সৌন্দর্যে চোখ জুড়াতে চাইলে ঘুরে আসতে পারেন আসামবস্তি -কাপ্তাই সড়ক থেকে।।আসামবস্তি বাজারের সিএনজি স্টেশন থেকে সিএনজি রিজার্ভ করে বার্গী লেক ভিউ রিসোর্ট,লাভ পয়েন্ট,মোড়ঘুনা বিহার,বড়গাং,বেরাইন্নে অনেকগুলো প্লেস একসাথে ঘুরে আসতে পারবেন।
সকাল দশটায় বের হলে বিকেল পাঁচটা নাগাদ সবগুলো প্লেস ঘুরে আসতে পারবেন অনায়সে।
প্রতিটা প্লেসের আলাদা বর্ণনা লিখার ইচ্ছে আছে আপনাদের আগ্রহ দেখলে🥰
রোকসানা আক্তার রুবি (এডমিন)
ফাউন্ডার অফ উড়াল
Back to blog

1 comment

Nice

So beautiful

Leave a comment