প্রিয় মানুষটার সাথে কিছুটা সময় স্বর্গীয় অনুভূতি নিয়ে কাটাতে চান??
রাঙ্গামাটিতে চলে আসুন ভরা পূর্ণিমায়।সারাদিন ট্যুরিস্ট স্পট গুলো ঘুরা শেষ করে বিকেলে চলে আসুন আসামবস্তি ব্রিজে।
ব্রিজের আগের কিছু নাস্তার দোকান আছে,পুরি, ভাজি,চা দিয়ে বিকেলের নাস্তাটা সেরে কিছুটা সময় আসামবস্তি ব্রিজে দাড়িয়ে শীতের হিমেল হাওয়া আর লেকের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন।
গোধূলি শেষে আসামবস্তি সিএনজি স্টেশন থেকে ঘন্টাখানেক এর জন্য সিএনজি রিজার্ভ করুন মোড়ঘুনা পর্যন্ত।
আসামবস্তি -কাপ্তাই সড়ক দিয়ে যাওয়ার সময় চাঁদনি রাতে আপনার কাছে চারপাশের পরিবেশটা ভীষণ স্বর্গীয় মনে হবে।রাস্তার পাশে কোন একটা টঙের দোকান দেখে সিএনজি দাড় করিয়ে কিছুটা সময় নিয়ে শিউলিতলায় বসে উপভোগ করুন প্রিয় মানুষের সাথে ধোঁয়া উঠা গরম চা,ভরা পূর্ণিমায় চাঁদের আলোতে মেঘেদের ছোটাছুটি, আর লেক পাহাড়ের অপরুপ সৌন্দর্য।
জীবন কিছু মুহূর্তের সমষ্টি, মুহুর্তগুলো উপভোগ করুন,সুন্দর কিছু স্মৃতি জমিয়ে রাখুন
ট্যাগ করুন আপনার পার্টনারকে যার সাথে এমন সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে চান